আন্তর্জাতিক ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ থামাতে উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি আটটি আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে যুদ্ধবিরতির প্রস্তাব দেন। এ খবর জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাবে তিনটি প্রধান বিষয় অন্তর্ভুক্ত রয়েছে—
১. গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি,
২. হামাসের হাতে থাকা অবশিষ্ট ৪৮ জন জিম্মির মুক্তি,
৩. হামাসবিহীন একটি নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠা।
ট্রাম্পের পরিকল্পনাটি মূলত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের পুরনো রূপরেখার ওপর ভিত্তি করে তৈরি হলেও এতে যুদ্ধ থামানোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে গাজায় কয়েক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর করার মাধ্যমে মানবিক সহায়তা পৌঁছানো এবং জিম্মিদের মুক্তির ব্যবস্থা করা হবে।
বৈঠকে উপস্থিত দেশগুলোর নেতারা প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বলে জানা গেছে। তারা একটি যৌথ যুক্তিপত্রও উত্থাপন করেন। এতে গাজায় যুদ্ধ অবসানের প্রতি সমর্থন জানানো হয়, একই সঙ্গে জিম্মিদের মুক্তি ও জরুরি মানবিক সহায়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
যুক্তিপত্রে দখলদার ইসরায়েলের সামরিক অভিযান, গাজা ও পশ্চিমতীর দখল, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং জেরুজালেমের পবিত্র স্থানে স্থিতাবস্থা লঙ্ঘনের তীব্র নিন্দা জানানো হয়।
কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, ট্রাম্পের এই প্রস্তাব মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত নিরসনের পথে একটি নতুন অধ্যায় উন্মোচন করতে পারে। এর মাধ্যমে হয়তো গাজা যুদ্ধের অবসান ঘটিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি হবে।
সূত্র: টাইমস অব ইসরায়েল