মো. জোনাব আলী:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশের পুকুর থেকে সাজ্জাদুর রহমান সাজ্জাদ (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাজ্জাদুর রহমান ওই উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শালাইপুর তেলীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় কাঠমিস্ত্রি শফিকুল ইসলামের ছেলে এবং বলদিপুকুর বাসস্ট্যান্ডে মোবাইল সার্ভিসিং ও যন্ত্রাংশ বিক্রির ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত প্রায় ৩টার দিকে সাজ্জাদ বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফেরেননি। এরপর স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যম ও মাইকিংয়ের মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করেন। তাঁরা জানান, সাজ্জাদের মানসিক সমস্যাও ছিল।
খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার দুপুরে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে সোবহানের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ও সিআইডি ক্রাইম ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।