October 27, 2025, 7:03 pm
Headline :

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন সানায়ে তাকাইচি

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন সানায়ে তাকাইচি

আন্তর্জাতিক ডেস্ক

জাপানের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) শীর্ষ নেতা সানায়ে তাকাইচি। ৪ অক্টোবর অনুষ্ঠিতব্য এলডিপির ভোটে তিনি শীর্ষস্থানীয় প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন।

জনমত জরিপ অনুযায়ী তাকাইচি কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত বছর তিনি অল্পের জন্য বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কাছে পরাজিত হয়েছিলেন, তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল। দলীয় ভোটের পাশাপাশি সংসদীয় ভোটে জয় পেলে তিনিই জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন।

রাজনীতি ও লিঙ্গ বিষয়ক গবেষক হিরোকো তাকেদা বলেন, “একজন নারী প্রধানমন্ত্রী জাপানকে বিশ্ববাসীর চোখে নতুন আলোকে উপস্থাপন করতে পারেন।” জাপান এখনও রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে লিঙ্গ সমতার দিক থেকে পিছিয়ে রয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের জেন্ডার গ্যাপ সূচকে ১৪৮টি দেশের মধ্যে জাপান ১১৮তম স্থানে অবস্থান করছে।

নারা প্রিফেকচারের বাসিন্দা তাকাইচি বলেন, যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার তার প্রেরণার উৎস। তিনি ঘোষণা করেছেন, বেবিসিটারের খরচ আংশিক করছাড়ের আওতায় আনা হবে এবং ইন-হাউস চাইল্ড কেয়ার প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কর ছাড় পাবে। তিনি নিজ জীবনের নার্সিং ও কেয়ারগিভিং অভিজ্ঞতা তুলে ধরে প্রতিশ্রুতি দিয়েছেন, যাতে কেউ কর্মজীবন ত্যাগ করতে না হয় সন্তান পালন বা কেয়ারিং-এর কারণে।

যদিও কোইজুমির পক্ষ থেকেও লিঙ্গ সমতার কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশ্লেষকরা বলছেন, তাকাইচি যদি প্রধানমন্ত্রী হন, তা হতে পারে ‘গ্লাস ক্লিফ’-এর উদাহরণ—যেখানে সংকটকালীন সময়ে নেতৃত্ব দেওয়া হয় এবং ব্যর্থতার ঝুঁকি বেশি থাকে। এলডিপি সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, তাই নতুন প্রধানমন্ত্রীকে বিভক্ত সংসদ পরিচালনা করতে হবে এবং বিরোধীদের সঙ্গে সমঝোতায় যেতে হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের আয়ু সংক্ষিপ্ত হতে পারে এবং অনাস্থা ভোটের সম্ভাবনা রয়েছে। তবে ইতিহাস প্রমাণ করে, অন্য উন্নত গণতন্ত্রেও নারীর নেতৃত্ব সংকটকালীন সময়ে এসেছে, যেমন যুক্তরাজ্যে থেরেসা মে ও লিজ ট্রাস এবং অস্ট্রেলিয়ায় সুসান লেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page