October 27, 2025, 7:01 pm
Headline :

গাজা দখলে ইসরায়েলের কাছে ৬৪০ কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

গাজা দখলে ইসরায়েলের কাছে ৬৪০ কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় রক্তক্ষয়ী সংঘাত ও যুদ্ধবিরতির আহ্বানের মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে বিশাল অঙ্কের নতুন অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অনুমোদিত এ চালানের মূল্য ৬৪০ কোটি ডলার।

এই অস্ত্রচালানে রয়েছে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচি আক্রমণাত্মক হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকল বা ট্যাংক। শুধু হেলিকপ্টারের দাম ধরা হয়েছে ৩৮০ কোটি ডলার, ট্যাংকের জন্য ১৯০ কোটি ডলার এবং বাকি ৭০ কোটি ডলার যাবে গোলাবারুদ ও যন্ত্রাংশ কেনায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ও পেন্টাগন নিশ্চিত করেছে যে এই অস্ত্র ইসরায়েলের চলমান সামরিক অভিযানে ব্যবহার করা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে গাজা দখল অভিযানে নেমেছে দেশটির সেনাবাহিনী।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযানের পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৬ হাজার মানুষ।

যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত দুই বছরে ছয় দফা প্রস্তাব আনা হলেও প্রতিবারই যুক্তরাষ্ট্র আপত্তি বা ভেটো দিয়ে প্রস্তাবগুলো কার্যকর হতে দেয়নি।

এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে ফ্রান্স ও সৌদি আরব আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page