October 27, 2025, 4:43 pm
Headline :

ট্রাম্পের ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে

ট্রাম্পের ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে

আন্তর্জাতিক খবর

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি ও অপপ্রচারের অভিযোগ এনে মামলা করেছেন। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান।

ট্রাম্প বলেন, “নিউইয়র্ক টাইমস বছরের পর বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়াচ্ছে। এবার সময় হয়েছে এর শেষ টানার।” মামলাটি ফ্লোরিডা অঙ্গরাজ্যে দায়ের করা হচ্ছে বলেও তিনি জানান।

তিনি দাবি করেন, নিউইয়র্ক টাইমস দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে কাজ করছে এবং সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে দলটির প্রার্থী কমলা হ্যারিসের প্রচার অভিযানে অবৈধভাবে অর্থায়ন করেছে। ট্রাম্পের ভাষায়, “পত্রিকাটি হ্যারিসের পক্ষে প্রথম পাতায় বিশেষ কাভারেজ দিয়ে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ নির্বাচনী অনুদান প্রদান করেছে।”

এছাড়াও তিনি অভিযোগ করেন, সংবাদমাধ্যমটি তার পরিবার, ব্যবসায়িক কার্যক্রম, এবং তার ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ ও ‘আমেরিকা ফার্স্ট’ আন্দোলনের বিরুদ্ধে অসত্য তথ্য ছড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page