October 27, 2025, 4:42 pm
Headline :

আমি শিবের ভক্ত, কটূক্তির বিষ গিলে নেব: নরেন্দ্র মোদি

আমি শিবের ভক্ত, কটূক্তির বিষ গিলে নেব: নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি ভগবান শিবের ভক্ত, তাই বিরোধীদের কটূক্তিকে বিষের মতো গিলে নেবেন। কংগ্রেসের সমালোচনা করে তিনি দাবি করেন, জনগণই তার প্রভু ও ‘রিমোট কন্ট্রোল’।

রোববার আসামের দারাং জেলায় একটি সমাবেশে তিনি এ কথা বলেন। তিন দিনের সফরে বর্তমানে উত্তরপূর্বাঞ্চলের মণিপুর, আসাম ও বিহারে অবস্থান করছেন মোদি। সমাবেশে কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন তিনি।

মোদি বলেন, “আমি জানি কংগ্রেস আমাকে নিয়ে কটূক্তি করবে এবং বলবে মোদি আবার কাঁদছে। কিন্তু জনগণই আমার ভগবান, আমার দেবতা এবং আমার রিমোট কন্ট্রোল। আমি তাদের কাছেই আমার কষ্টের কথা বলি।”

সম্প্রতি বিহারের নির্বাচনী প্রচারণায় আরজেডি-কংগ্রেস জোটের এক মঞ্চ থেকে মোদিকে নিয়ে কটূক্তি করা হয়। এরপর তার প্রয়াত মা হীরাবেন মোদিকে কেন্দ্র করে কংগ্রেসের এআই-তৈরি ভিডিও নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

মোদি অভিযোগ করেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গান্ধী পরিবারের ‘রিমোট কন্ট্রোলে’ পরিচালিত হচ্ছেন। তিনি মনে করিয়ে দেন, ২০১৯ সালে ভূপেন হাজারিকাকে ভারতরত্ন দেওয়ার পর খাড়গে বলেছিলেন, “মোদি গায়ক-নৃত্যশিল্পীদের পুরস্কার দিচ্ছেন।” যদিও পরে খাড়গে ব্যাখ্যা দিয়ে হাজারিকার অবদান স্বীকার করেছিলেন।

কংগ্রেসের দীর্ঘ শাসন নিয়ে সমালোচনা করে মোদি বলেন, ব্রহ্মপুত্র নদে তারা ছয় দশকে মাত্র তিনটি সেতু করেছে, অথচ বিজেপি সরকার এক দশকে ছয়টি নতুন সেতু নির্মাণ করেছে।

এ সময় ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের প্রসঙ্গ টেনে মোদি বলেন, জওহরলাল নেহরুর বক্তব্যে উত্তরপূর্বের ক্ষত এখনও সারেনি, আর কংগ্রেসের বর্তমান প্রজন্ম সেই ক্ষতের ওপর আবারও ‘লবণ ছিটাচ্ছে’।

সূত্র: এনডিটিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page