নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দ্রা পূর্বপাড়া এলাকায় কলাবাগান থেকে সোহেল (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয় কৃষক আব্দুস সালাম কলাবাগানে প্রবেশ করলে লুঙ্গি পেঁচানো অবস্থায় গলায় ঝুলন্ত মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহত সোহেল পুঠিয়া থানার জরমডাঙ্গা গ্রামের বাসিন্দা লিলতাব হোসেনের ছেলে। পেশায় তিনি ভ্যানচালক ছিলেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে খাওয়া-দাওয়া শেষে বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন সোহেল। রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে ফোন দিলে মোবাইল বন্ধ পান।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে, হত্যাকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।