September 10, 2025, 5:56 pm
Headline :
আন্দোলন হাইজ্যাক হয়েছে, দাবি নেপালের তরুণদের নেপালে আটক বাংলাদেশিরা নিরাপদ, পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন কুড়িগ্রামে বিজিবির অভিযান: ৭ দিনে ২ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ ইসরায়েলের সঙ্গে সব ধরণের বাণিজ্য ও আকাশসীমা বন্ধ করেছে তুরস্ক গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার রাজশাহীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধারনিজস্ব প্রতিবেদক ১৬ গেট দিয়ে সাড়ে ৩ ফুট করে ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদের পানি ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার যোগাযোগ বন্ধ ডাকসু নির্বাচনে বড় ব্যবধানে জয়ী ‘জুলাই কন্যা’ তন্বী ডাকসুর জয়কে ‌‘জুলাই প্রজন্মের বিজয়’ বললেন নবনির্বাচিত ভিপি

ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন

ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী সি পি রাধাকৃষ্ণন। তিনি প্রতিদ্বন্দ্বী সাবেক বিচারপতি সুদর্শন রেড্ডিকে হারিয়ে এ পদে নির্বাচিত হন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত ৭৮১ সদস্যের ইলেকটোরাল কলেজ থেকে মোট ৭৫৪টি ভোট পড়ে। এর মধ্যে ১৫টি অবৈধ ঘোষিত হয়। বৈধ ভোটে রাধাকৃষ্ণন পান ৪৫২ ভোট, আর রেড্ডি পান ৩০০ ভোট।

গত জুলাই মাসে আগের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় এ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও বিরোধীদের অভিযোগ ছিল, ধনখড়ের পদত্যাগের পেছনে বিজেপি নেতৃত্বের সঙ্গে টানাপোড়েনও দায়ী। তবে সরকারপক্ষ তা নাকচ করে।

৬৮ বছর বয়সী রাধাকৃষ্ণনের জন্ম তামিলনাড়ুতে। কৈশোরে যোগ দেন জাতীয় স্বয়ংসেবক সংঘে (আরএসএস)। পরবর্তীতে বিজেপির বিভিন্ন পদে উঠে আসেন এবং রাজ্য সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৮ ও ১৯৯৯ সালে কোয়েম্বাটুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি মহারাষ্ট্রের রাজ্যপালের দায়িত্ব পালন করছেন। নতুন পদে যোগ দেওয়ার আগে তাকে অবশ্যই এ দায়িত্ব ছাড়তে হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন উপ-রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, রাধাকৃষ্ণন একজন “অসাধারণ উপ-রাষ্ট্রপতি” হবেন এবং “সংবিধানিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবেন।”

ভারতের সাংবিধানিক কাঠামোয় উপ-রাষ্ট্রপতি দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদধারী। তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রয়োজনে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page