এনবিসি প্রতিবেদন,
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করে শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে দুই দেশের মাঝামাঝি একটি বাফার জোন তৈরির প্রস্তাব উঠেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, এ জোন পর্যবেক্ষণে নেতৃত্ব দিতে পারে যুক্তরাষ্ট্র। তবে নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ ও সৌদি আরবের মতো ন্যাটো-বহির্ভূত দেশের সেনা সদস্যদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী, বাফার জোনটি হবে নিরস্ত্রীকৃত একটি বৃহৎ এলাকা। সেখানে যুক্তরাষ্ট্র নিজস্ব প্রযুক্তি—স্যাটেলাইট, ড্রোন ও গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করে নজরদারি চালাবে। তবে সরাসরি মার্কিন সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। নিরাপত্তার দায়িত্ব নেবে ন্যাটোর বাইরের সেনারা।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোর কোনো সরাসরি অংশগ্রহণকে ‘লাল রেখা’ হিসেবে চিহ্নিত করেছেন। এ কারণেই পরিকল্পনায় ন্যাটো নয়, বরং বাংলাদেশ বা সৌদি আরবের মতো দেশকে রাখা হচ্ছে বিকল্প হিসেবে।
তবে এ উদ্যোগের বাস্তবায়ন নির্ভর করছে পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং সংশ্লিষ্ট দেশগুলোর নেতাদের সম্মতির ওপর।