নিজস্ব প্রতিবেদক
গাজায় চলমান যুদ্ধ ও গণহত্যা বন্ধের দাবিতে ইউরোপজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। লন্ডন ও মরক্কোর পর এবার সুইডেন এবং ফ্রান্সেও হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন।
সুইডেনের রাজধানী স্টকহোমে নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের আহ্বানে শত শত বিক্ষোভকারী ওডেনপ্ল্যান স্কোয়ারে সমবেত হয়ে গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধে সুইডিশ সরকারের উদ্যোগ দাবি করেন।
অন্যদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্লেস দ্য লা রিপাবলিকে বিপুল সংখ্যক মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে মিছিল ও স্লোগানে অংশ নেন। সেখানেও গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান ওঠে।
এদিকে গাজায় সামরিক অভিযানে নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বিমান হামলায় তারা গাজা সিটির দ্বিতীয় সর্বোচ্চ বহুতল ‘সুসি টাওয়ার’ ধসে দেয়। চলমান যুদ্ধে এটিই প্রথম বড় টাওয়ার ধ্বংসের ঘটনা।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক্স (সাবেক টুইটার)-এ ধ্বংসস্তূপের ভিডিও প্রকাশ করে লেখেন, “আমরা হামলা চালিয়ে যাচ্ছি।”
আইডিএফ দাবি করেছে, ধ্বংস হওয়া ভবনটি হামাস ব্যবহার করছিল। তবে এ অভিযোগ অস্বীকার করেছে হামাস। হতাহতদের সংখ্যা নিশ্চিত করা যায়নি।
অন্যদিকে গাজা থেকেও ইসরায়েলের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়। আইডিএফ জানায়, একটি প্রতিরোধ ব্যবস্থা দ্বারা ধ্বংস করা সম্ভব হয়েছে, আরেকটি খোলা মাঠে গিয়ে পড়ে।