আন্তর্জাতিক ডেস্ক
ভেনেজুয়েলায় যেকোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র—এমন শঙ্কা বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, ভেনেজুয়েলায় সক্রিয় সংঘবদ্ধ মাদকচক্রের বিরুদ্ধে এ হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মার্কিন প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, অন্তত ১০টি যুদ্ধবিমান সেখানে মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্র এসব চক্রকে ‘মাদক-জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করছে।
এদিকে, হামলার আশঙ্কার প্রেক্ষাপটে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ তুলেছেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে বলপ্রয়োগে উৎখাতের ষড়যন্ত্র করছে। তিনি বলেন,
“ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাই। আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান জানাতে হবে যুক্তরাষ্ট্রকে।”
মাদুরো আরও বলেন, তিনি ট্রাম্পকে সম্মান করেন এবং দুই দেশের মধ্যে কোনো মতপার্থক্য সামরিক সংঘাতের দিকে নেওয়ার মতো গুরুতর নয়। বরং ভেনেজুয়েলা আলোচনায় ও সংলাপে আগ্রহী।
অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের পরিকল্পনা তাদের নেই। তবে তিনি দেশটির নির্বাচনী প্রক্রিয়াকে ‘অদ্ভুত’ বলে উল্লেখ করেছেন। তিনি মূলত গত জানুয়ারির বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে ইঙ্গিত করেছেন, যেখানে মাদুরো বিজয়ী হলেও পশ্চিমা দেশগুলো ফলাফলকে বৈধতা দেয়নি।
সূত্র: আল জাজিরা