নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তরের দুর্গম চরাঞ্চলে নামাজ আদায়কালে গোখরা সাপের দংশনে ফাতেমা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে। ফাতেমা ওই গ্রামের বাসিন্দা আরিফুল মিয়াজির স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো এশার নামাজ পড়ছিলেন ফাতেমা বেগম। নামাজ শেষে সালাম ফেরানোর সময় আচমকা একটি গোখরা সাপ তাকে কোমরে দংশন করে। সাপটি মুহূর্তেই পাশের ঝোপে ঢুকে যায়। গুরুতর অবস্থায় ফাতেমাকে দ্রুত নৌপথে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা খবর পেয়ে ঝোপ থেকে বিষাক্ত গোখরাটি বের করে মেরে ফেলেন। তারা জানান, দুর্গম চরাঞ্চলে সম্প্রতি সাপের উপদ্রব বেড়ে গেছে। প্রায় ১০-১২ দিন আগে একই পরিবারের বসতঘর থেকেও আরেকটি গোখরা মারা হয়েছিল।
ফাতেমার স্বামী আরিফুল মিয়াজি বলেন, “আমরা দূর চরাঞ্চলে থাকি। কোনো হাসপাতাল বা চিকিৎসার ব্যবস্থা নেই। অনেক কষ্টে নৌকায় স্ত্রীকে হাসপাতালে আনতে হয়েছিল। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে।”
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, সাপের কামড়ে মৃত্যুর খবর পেয়েছেন। তবে এ ঘটনায় থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি।