গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় আলোচিত হ্যাকার চক্রের হোতা পলাশ রানাকে (২৫) ভুয়া জন্মনিবন্ধন দিয়ে শিশু হিসেবে দেখিয়ে জামিন আদায়ের ঘটনায় অভিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জেলা শিশু আদালতের বিচারক আদালতের পেশকারকে মামলা দায়েরের নির্দেশ দেন। বিকেলে আদালতের পেশকার সালাহউদ্দিন বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় অভিযোগ দাখিল করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম তালুকদার জানান, লিখিত অভিযোগ হাতে পাওয়া গেছে। কিছু সংশোধন শেষে সেটি মামলার এন্ট্রির জন্য প্রক্রিয়াধীন।
পেশকার সালাহউদ্দিন বলেন, আদালতের নির্দেশে বাদী হয়ে অভিযোগ জমা দিয়েছি। এখন সেটি মামলা হিসেবে রুজু করার কাজ চলছে।
তবে অভিযুক্ত আইনজীবী শেফাউল ইসলাম রিপন সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, মামলা হলে আদালতেই মোকাবিলা করবেন।
এর আগে সরকারি কৌঁসুলি (পিপি) আবু বকর সিদ্দিক ছানা জানান, আদালতের নির্দেশে ওই জামিন বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনজীবীর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জুলাই সেনা-পুলিশের যৌথ অভিযানে গোবিন্দগঞ্জে শ্বশুরবাড়ি থেকে হ্যাকার চক্রের হোতা পলাশ রানা ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। সরকারি ভাতা হ্যাক করে লাখো টাকা আত্মসাতের অভিযোগে তাদের কারাগারে পাঠানো হয়।
পরবর্তীতে, ৩ আগস্ট আইনজীবী শেফাউল ইসলাম রিপন শিশু আদালতে ভুয়া জন্মনিবন্ধন দাখিল করে পলাশকে ১৭ বছর বয়সী হিসেবে দেখান এবং জামিন আদায় করেন। তবে জন্মনিবন্ধনের তথ্য জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল না থাকায় বিষয়টি প্রকাশ পেলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।