September 10, 2025, 10:46 pm
Headline :
আন্দোলন হাইজ্যাক হয়েছে, দাবি নেপালের তরুণদের নেপালে আটক বাংলাদেশিরা নিরাপদ, পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন কুড়িগ্রামে বিজিবির অভিযান: ৭ দিনে ২ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ ইসরায়েলের সঙ্গে সব ধরণের বাণিজ্য ও আকাশসীমা বন্ধ করেছে তুরস্ক গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার রাজশাহীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধারনিজস্ব প্রতিবেদক ১৬ গেট দিয়ে সাড়ে ৩ ফুট করে ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদের পানি ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার যোগাযোগ বন্ধ ডাকসু নির্বাচনে বড় ব্যবধানে জয়ী ‘জুলাই কন্যা’ তন্বী ডাকসুর জয়কে ‌‘জুলাই প্রজন্মের বিজয়’ বললেন নবনির্বাচিত ভিপি

মালয়েশিয়ায় রাতের অভিযান: ৪০০ বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক

মালয়েশিয়ায় রাতের অভিযান: ৪০০ বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ব্যাপক অভিবাসনবিরোধী অভিযান চালিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে বুকিত বিনতাং এলাকায় হঠাৎ চালানো এ অভিযানে ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়। তাদের মধ্যে প্রায় ৪০০ জন বাংলাদেশি।

স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস জানায়, রাতের আঁধারে অভিযান শুরুর পর মাত্র দুই ঘণ্টায় পুরো এলাকাকে লকডাউন করে ফেলে অভিবাসন বিভাগ। বিনোদনকেন্দ্র ও জনবহুল সড়কগুলো ঘিরে প্রতিটি প্রবেশপথে কড়া তল্লাশি চালানো হয়। অনেক অভিবাসী দোকানের ভেতরে, টেবিলের নিচে কিংবা ভবনের ছাদে লুকিয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়েন।

অভিযানটি পরিচালনা করেন অভিবাসন বিভাগের পরিচালক বাসরি ওসমান। তিনি জানান, মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়—এর মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৯৬ জন বাংলাদেশি (৩৯৪ জন পুরুষ ও ২ নারী), মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন এবং ইন্দোনেশিয়ার ১৯ জন।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া, বৈধ কাগজপত্র না থাকা এবং অনুমতি ছাড়া কাজ করাই আটক হওয়ার প্রধান কারণ। বেশিরভাগই নির্মাণ, বাগান ও ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত ছিলেন, যেসব কাজে স্থানীয়রা আগ্রহী নয়।

বাসরি ওসমান বলেন, “বুকিত বিনতাং দীর্ঘদিন ধরেই অনিবন্ধিত শ্রমিকদের হটস্পট। আমরা তিন সপ্তাহ ধরে পর্যবেক্ষণের পর এ অভিযান চালাই।”

অভিযানে একটি গোপন জুয়ার আসরও ধরা পড়ে। সেখানে অনলাইন জুয়া খেলছিল কয়েকজন বিদেশি, যাদেরও আটক করা হয়।

অভিবাসন বিভাগ জানিয়েছে, আটককৃতদের প্রাথমিক যাচাই শেষে আটককেন্দ্রে পাঠানো হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপরও নজরদারি বাড়ানো হবে, যাতে বৈধ কোটার বাইরে শ্রমিক নিয়োগ দেওয়া না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page