আন্তর্জাতিক ডেস্ক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ব্যাপক অভিবাসনবিরোধী অভিযান চালিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে বুকিত বিনতাং এলাকায় হঠাৎ চালানো এ অভিযানে ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়। তাদের মধ্যে প্রায় ৪০০ জন বাংলাদেশি।
স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস জানায়, রাতের আঁধারে অভিযান শুরুর পর মাত্র দুই ঘণ্টায় পুরো এলাকাকে লকডাউন করে ফেলে অভিবাসন বিভাগ। বিনোদনকেন্দ্র ও জনবহুল সড়কগুলো ঘিরে প্রতিটি প্রবেশপথে কড়া তল্লাশি চালানো হয়। অনেক অভিবাসী দোকানের ভেতরে, টেবিলের নিচে কিংবা ভবনের ছাদে লুকিয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়েন।
অভিযানটি পরিচালনা করেন অভিবাসন বিভাগের পরিচালক বাসরি ওসমান। তিনি জানান, মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়—এর মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৯৬ জন বাংলাদেশি (৩৯৪ জন পুরুষ ও ২ নারী), মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন এবং ইন্দোনেশিয়ার ১৯ জন।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া, বৈধ কাগজপত্র না থাকা এবং অনুমতি ছাড়া কাজ করাই আটক হওয়ার প্রধান কারণ। বেশিরভাগই নির্মাণ, বাগান ও ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত ছিলেন, যেসব কাজে স্থানীয়রা আগ্রহী নয়।
বাসরি ওসমান বলেন, “বুকিত বিনতাং দীর্ঘদিন ধরেই অনিবন্ধিত শ্রমিকদের হটস্পট। আমরা তিন সপ্তাহ ধরে পর্যবেক্ষণের পর এ অভিযান চালাই।”
অভিযানে একটি গোপন জুয়ার আসরও ধরা পড়ে। সেখানে অনলাইন জুয়া খেলছিল কয়েকজন বিদেশি, যাদেরও আটক করা হয়।
অভিবাসন বিভাগ জানিয়েছে, আটককৃতদের প্রাথমিক যাচাই শেষে আটককেন্দ্রে পাঠানো হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপরও নজরদারি বাড়ানো হবে, যাতে বৈধ কোটার বাইরে শ্রমিক নিয়োগ দেওয়া না হয়।