আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ তুলেছেন, চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার দাবি, বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিই তার প্রমাণ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত এই প্যারেডকে কেন্দ্র করে ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ শি জিনপিংকে উদ্দেশ্য করে লিখেছেন—“আপনারা যখন আমেরিকার বিরুদ্ধে চক্রান্ত করছেন, সেই মুহূর্তে আমি ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।”
চীনের আয়োজন করা এ সামরিক কুচকাওয়াজকে শুধু প্রদর্শনী নয়, বরং যুক্তরাষ্ট্রবিরোধী শক্তি প্রদর্শনের বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, অর্থনীতি, সামরিক শক্তি ও কূটনৈতিক সক্ষমতায় নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে চাইছে বেইজিং।
অন্যদিকে, কুচকাওয়াজে অনেক বিশ্বনেতা অংশ নিলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দেননি। বিষয়টি নিয়ে তিনি কৌশলগত দূরত্ব বজায় রেখেছেন বলেই মনে করা হচ্ছে।