আন্তর্জাতিক ডেস্ক
সুদানের দক্ষিণাঞ্চলের দারফুরের মাররা পর্বতমালায় ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সুদান লিবারেশন মুভমেন্ট। ঘটনাটি ঘটেছে গত রোববার (৩১ আগস্ট) তারাসিন গ্রামে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, টানা কয়েক দিনের ভারী বৃষ্টির পর পাহাড় ধসে গোটা গ্রাম মাটির নিচে চাপা পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রামের সব বাসিন্দা নিহত হয়েছেন। কেবল একজন জীবিত উদ্ধার হয়েছেন।
দারফুরের ওই অঞ্চলটি সুদান লিবারেশন মুভমেন্টের নিয়ন্ত্রণে রয়েছে। তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে মরদেহ উদ্ধারে সহায়তা চেয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, গ্রামটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।
উল্লেখ্য, সুদানে সরকারি সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে সংঘাত চলছে। এই গৃহযুদ্ধের কারণে অনেক মানুষ দারফুরের দুর্গম পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছিলেন। তবে সেই জায়গাতেই এবার প্রাকৃতিক দুর্যোগ প্রাণ কাড়ল এক হাজারেরও বেশি মানুষের।
সূত্র: সিএনএন