নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
এর আগে বেলা ১১টার দিকে সুলতানা পারভীন আদালতে হাজিরা দিতে আসেন। তাকে এক নজর দেখতে আদালত প্রাঙ্গণে সাধারণ মানুষের ভিড় জমে। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। আসামিপক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।
মামলার পটভূমি: ২০২০ সালের ১৩ মার্চ রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান চালানো হয়। তাকে চোখ বেঁধে তুলে নিয়ে অফিসে এনে শারীরিক নির্যাতনের পর আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়।
ডিসি কার্যালয়ের তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমাও এ ঘটনায় জড়িত ছিলেন। সাংবাদিককে তুলে এনে নির্যাতনের ঘটনাটি দেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সাংবাদিক আরিফুল ইসলাম জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পেলেও মঙ্গলবার স্থায়ী জামিনের আবেদন করেন সাবেক ডিসি সুলতানা পারভীন। আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।