কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সামনে একটি ইজিবাইক তল্লাশি করে। এসময় যাত্রী মমতাজ (২০), রোহিঙ্গা ক্যাম্প-২, কুতুপালং এবং মনোয়ারা (৪৫), মাদ্রাসাপাড়া, রামু—দুজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোনো তথ্য স্বীকার না করলেও পরবর্তীতে মহিলা সৈনিক দ্বারা দেহ তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও মাদকদ্রব্যসহ চোরাচালান দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।