আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়া ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠককে “লজ্জাজনক” হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ভারতের উচিত রাশিয়ার নয়, যুক্তরাষ্ট্রের পাশে থাকা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠকের একদিন পরই নাভারোর এই মন্তব্য আসে।
নাভারো অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে এবং তা ইউক্রেনে যুদ্ধ চালানোর কাজে ব্যবহার হচ্ছে। তিনি ভারতের বাণিজ্যনীতিকেও নিশানা করেছেন, বলছেন, দেশটি শুল্কহার স্বীকার করে না এবং “ট্যারিফের মহারাজা” হিসেবে পরিচিত।
তিনি আরও বলেন, ভারত রুশ তেল সস্তায় কিনে প্রক্রিয়াজাত করে বিদেশে উচ্চমূল্যে রপ্তানি করছে, যার ফলে সাধারণ ভারতীয়দের ক্ষতি হচ্ছে এবং ইউক্রেনীয়রা মারাত্মক প্রভাবের মুখে পড়ছে। নাভারো ভারতকে “ক্রেমলিনের মানি লন্ড্রির জায়গা” বলেও আখ্যা দিয়েছেন।
অবশেষে নাভারো উল্লেখ করেন, ভারতের মস্কো ও বেইজিংয়ের ঘনিষ্ঠতা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।