রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এতে সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে আগামী বুধবার রাত ১২টা পর্যন্ত দুই দিনের জন্য এই আদেশ বলবৎ থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এ নির্দেশনা জারি করেন। এ সময়ে পৌরসভা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।
ঘটনার সূত্রপাত হয় মহিষালবাড়ি এলাকায়। সেখানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের অনুসারীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেন। অপরদিকে, উপজেলা বিএনপির পক্ষ থেকেও আলাদা কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এবং তারা সাত দিন আগে প্রশাসনের অনুমতি নেয়। এ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতান ইসলাম তারেক, ব্যারিস্টার মাহফুজুল হক মিলন ও আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবের।
বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠান প্রস্তুতিকালে শরীফ উদ্দিনপন্থী কর্মীরা বাধা দিলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, “সংঘর্ষে অন্তত ছয় থেকে সাতজন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর নয়। নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, “বিএনপির দুই পক্ষের উত্তেজনার কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।”