January 12, 2026, 2:48 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

কুমিল্লায় মা-মেয়েকে হত্যার অভিযোগে ছেলে-পুত্রবধূ আটক

কুমিল্লায় মা-মেয়েকে হত্যার অভিযোগে ছেলে-পুত্রবধূ আটক

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রামনগর গ্রামে ঘরের ভেতর শ্বাসরোধে মা ও মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে শাহিন আলম ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করেছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) বিকেলে এ হত্যাকাণ্ডের পর সন্ধ্যায় মরদেহ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতরা হলেন—লুৎফা বেগম (৭০) ও তার মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতরা অভিযুক্ত শাহিনের সঙ্গেই একই ঘরে থাকতেন। পারিবারিক কলহের জেরে মা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়দের অভিযোগ, শাহিন একাধিকবার মা ও বোনকে প্রকাশ্যে মারধর করলেও তার স্ত্রী লাকীর ভয়ে কেউ কিছু বলার সাহস পেত না।

নিহতের বড় মেয়ে শিউলী আক্তার বলেন, “আমার বাবা নেই। মা-বোন ভাইয়ের সঙ্গে থাকতেন। দীর্ঘদিন ধরে ভাই ও তার স্ত্রী নির্যাতন চালিয়ে আসছিল। সম্পত্তির লোভেই তারা স্বামী-স্ত্রী মিলে দুজনকে হত্যা করেছে।” তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহিন ও তার স্ত্রীকে আটক করে। তিনি বলেন, “প্রাথমিকভাবে নিহতদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *