গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার দুপুরে সাদুল্লাপুর সদরে ঘটে যাওয়া এ ঘটনায় সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ৫ জন আহত হন।
সংঘর্ষের সময় উপজেলা বিএনপির কার্যালয় ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. সাদিক ও ছামছুল-সালামপন্থী নেতাকর্মীরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকা শান্ত থাকলেও উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা।