আন্তর্জাতিক ডেস্ক
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিদেশি চাপের মুখেও দেশ তার স্বার্থ রক্ষা করবে। সোমবার (২৬ আগস্ট) আহমেদাবাদের এক জনসভায় তিনি বলেন, “যতই চাপ আসুক না কেন, আমরা তা মোকাবিলার জন্য আমাদের শক্তি বৃদ্ধি করতে থাকব।”
মোদীর এই বক্তব্য সরাসরি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিকে ইঙ্গিত করেই এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। এতে মোট শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশে। বুধবার (২৭ আগস্ট) থেকে এ শুল্ক কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি তাদের জন্য হুমকি তৈরি করছে।
মোদী বলেন, “আজকের বিশ্বে অর্থনীতির রাজনীতি চলছে। সবাই কেবল নিজেদের স্বার্থ দেখছে। কিন্তু ভারতের ক্ষুদ্র উদ্যোক্তা, দোকানদার, কৃষক ও পশুপালকদের স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না।”
তিনি প্রতিশ্রুতি দেন, দেশের মাটিতে দাঁড়িয়ে কৃষক, ছোট ব্যবসায়ী ও পশুপালকদের স্বার্থ রক্ষাই তার প্রথম দায়িত্ব।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোদীর বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার জন্য নয়, বরং অভ্যন্তরীণ রাজনীতিতেও একটি বার্তা। শুল্কবৃদ্ধির কারণে রপ্তানি খাতে চাপ তৈরি হলেও তিনি দেশবাসীকে বোঝাতে চাইছেন—ভারত পিছপা হবে না, বরং সংকট থেকেই শক্তি সঞ্চয় করবে।
সূত্র: এনডিটিভি