অনলাইন ডেস্ক
গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় চার সাংবাদিকসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। সোমবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর দিয়েছে আল-জাজিরা।
নিহতদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকরা।
প্রথম দফায় হামলায় নিহত হন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরাপারসন হুসাম আল-মাসরি। এরপর উদ্ধারকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষ ঘটনাস্থলে পৌঁছালে আবারও হামলা চালানো হয়। এতে নিহত হন—আল-জাজিরার মোহাম্মদ সালামা, ফ্রিল্যান্স সাংবাদিক মারিয়াম আবু দাকা, এনবিসি’র সাংবাদিক মুয়াজ আবু তাহা।
এ ঘটনায় রয়টার্সের আরেক আলোকচিত্রী হাতেম খালেদ গুরুতর আহত হয়েছেন। একইসঙ্গে প্রাণ হারিয়েছেন কয়েকজন উদ্ধারকর্মীও।
ইসরায়েলের নীরবতা, নিন্দা ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়নের, এ হামলা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বা প্রধানমন্ত্রীর কার্যালয় এখনও কোনও মন্তব্য করেনি। তবে ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, এটি মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি হামলা। সাংবাদিকদের ভয় দেখিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে।
গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, নাসের হাসপাতালে নিহত চার সাংবাদিকসহ চলমান যুদ্ধে এ পর্যন্ত ২৪৪ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
হামলা থেকে বেঁচে যাওয়া এক সাংবাদিক আল-জাজিরাকে বলেন—“দুই বছর ধরে যুদ্ধের কারণে আমরা বিদ্যুৎ ও ইন্টারনেট থেকে বঞ্চিত। তাই সংবাদ পাঠাতে হাসপাতালের সুযোগ-সুবিধা ব্যবহার করতাম। আহতদের খোঁজ, দাফন, এমনকি অপুষ্টির ঘটনাগুলোও এখান থেকে রিপোর্ট করতাম। সেই কারণেই হাসপাতালগুলো সাংবাদিকদের অস্থায়ী শিবিরে পরিণত হয়েছিল। আর ঠিক সেখানেই আমাদের ওপর হামলা চালানো হলো।”