কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ওরফে কেচি জাহাঙ্গীর (৬২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কুড়িগ্রাম শহরের রূপসী বাংলা হোটেল এলাকা থেকে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর আলম উলিপুর পৌরসভার কাচারীপাড়া এলাকার মৃত আম্বার আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিলেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান জানান,
“ডিবি পুলিশের সহায়তায় রূপসী বাংলা হোটেল এলাকায় অভিযান চালিয়ে কেচি জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।