September 10, 2025, 10:50 pm
Headline :
আন্দোলন হাইজ্যাক হয়েছে, দাবি নেপালের তরুণদের নেপালে আটক বাংলাদেশিরা নিরাপদ, পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন কুড়িগ্রামে বিজিবির অভিযান: ৭ দিনে ২ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ ইসরায়েলের সঙ্গে সব ধরণের বাণিজ্য ও আকাশসীমা বন্ধ করেছে তুরস্ক গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার রাজশাহীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধারনিজস্ব প্রতিবেদক ১৬ গেট দিয়ে সাড়ে ৩ ফুট করে ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদের পানি ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার যোগাযোগ বন্ধ ডাকসু নির্বাচনে বড় ব্যবধানে জয়ী ‘জুলাই কন্যা’ তন্বী ডাকসুর জয়কে ‌‘জুলাই প্রজন্মের বিজয়’ বললেন নবনির্বাচিত ভিপি

মাদক উদ্ধারে পুরস্কার পাওয়া এসআই এবার মাদক পাচারের অভিযোগে প্রত্যাহার

মাদক উদ্ধারে পুরস্কার পাওয়া এসআই এবার মাদক পাচারের অভিযোগে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক পাচারের ঘটনায় অভিযুক্ত উপ–পরিদর্শক (এসআই) কামাল হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান।

তিনি জানান, এসআই কামালের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার থেকে ৪৮ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। আটকরা হলেন—রমিজ উদ্দিন (৩৫), নাজিম উদ্দিন (৪৫) ও তাজুল ইসলাম (৪৯)।

আটকদের একজন রমিজ উদ্দিন দাবি করেন, তারা সবাই এসআই কামালের সোর্স। তার ভাষ্য অনুযায়ী, জব্দকৃত ফেনসিডিল এসআই কামালই সরবরাহ করেছিলেন এবং পার্বত্য লামার আজিজ নগরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি আরও জানান, মাদক বহনের সময় এসআই কামাল আরেকটি গাড়িতে ছিলেন এবং সোর্সদের গাড়ি আটক হওয়ার পর পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে যে লোহাগাড়া থানার কিছু পুলিশ সদস্য মাদক উদ্ধার দেখালেও তা আদালতে জমা না দিয়ে পাচারের সঙ্গে জড়িত। এ ঘটনার আগের দিনও এলাকাবাসীর কাছে এসআই কামালের বিরুদ্ধে নির্ভরযোগ্য তথ্য আসে। এরপর শিক্ষার্থীরা নজরদারি চালিয়ে সোর্সদের হাতেনাতে আটক করতে সক্ষম হন।

উল্লেখ্য, এসআই কামাল হোসেন চলতি বছরের ২২ এপ্রিল চট্টগ্রামের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page