স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চে এক মুমূর্ষু নবজাতককে কৃত্রিম অক্সিজেন পৌঁছে দিয়ে মানবতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
ঘটনা বৃহস্পতিবার রাতে ঘটে, যখন এক মা তার দুই দিনের মুমূর্ষু নবজাতককে কৃত্রিম অক্সিজেন সহকারে উন্নত চিকিৎসার জন্য ভোলার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ‘এম ভি মিতালী-০৭’ লঞ্চে যাত্রা শুরু করেন। লঞ্চটি শুক্রবার ভোর ৪টায় ফতুল্লা লঞ্চঘাটের কাছে পৌঁছালে অক্সিজেন সিলিন্ডার শেষ হয়ে যায়। এতে নবজাতকের শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হয়ে ওঠে।
নিকটাত্মীয়রা দ্রুত ৯৯৯ জরুরি সেবা নম্বরে কল করলে কোস্টগার্ড অবগত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন পাগলা থেকে মেডিকেল টিম হাই স্পিডবোটে অক্সিজেন সিলিন্ডারসহ লঞ্চের কাছে পৌঁছায়। টিমটি নবজাতককে দ্রুত অক্সিজেন প্রদান করে এবং লঞ্চের মাধ্যমে সদরঘাটে নিয়ে আসে। পরে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডি মা ও শিশু হাসপাতালে অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয়।
কোস্টগার্ডের এই তৎপরতা নবজাতকের প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।