রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন এক স্কুলশিক্ষক। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার চতরা হাট এলাকায় এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে শনাক্ত করার পর জনতা ধাওয়া দিয়ে আটক করেন ওই শিক্ষককে। আটক ব্যক্তির নাম মো. জামাত আলী (পিতা মুনসুর আলী)। তিনি গাইবান্ধার সাদুল্যাপুর থানার রসুলপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা এবং বৈষ্ণবদাশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।
একজন শিক্ষক এমন অপরাধে জড়িত থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনেকের প্রশ্ন—“যিনি শিক্ষার্থীদের নৈতিকতা শেখানোর দায়িত্বে আছেন, তিনিই যদি চুরির মতো কাজে ধরা পড়েন, তবে সমাজ কোথায় দাঁড়াবে?”
ঘটনার পর এলাকাবাসী তাকে পুলিশের হাতে তুলে দেয়। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।