October 27, 2025, 10:39 pm
Headline :

মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত ৩

মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত ৩
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, মাওয়া থেকে ঢাকামুখী লেনে দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত রবিন হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন— আরমান (২৫), রাইসা (২০) ও তানজিল (২৪)।

দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাত্রাতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে অথবা অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page