লালমনিরহাট সদর, প্রতিনিধি
লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ অভিযানে কালীগঞ্জ থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় কালীগঞ্জ থানা পুলিশ ও এন্টি-টেররিজম ইউনিটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে গাজীপুর জেলার জয়দেবপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ রবিউল হাসান (২৯)। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোঃ আইয়ুব আলী।
পুলিশ জানায়, আসামি রবিউল হাসান সেশন মামলা নং- ২৬৪/২২, জিআর নং- ৩৭/২২ (কালীগঞ্জ) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। এছাড়া তার নামে জিআর নং- ১১৮/২২ ও ৩৪/২২ মামলার সাজার ওয়ারেন্ট রয়েছে। শুধু তাই নয়, লালমনিরহাটের কালীগঞ্জ ও রংপুরের গঙ্গাচড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলাও তার বিরুদ্ধে চলমান। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় পলাতক অবস্থায় ছিলেন।
গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্লোগান:
👉 মাদককে না বলুন
👉 মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন
👉 পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন