মো. জোনাব আলী, রংপুর
রংপুরের মিঠাপুকুর উপজেলার জালালগঞ্জ-মিঠাপুকুর সড়কের ভাটারপার নামক স্থানে রাস্তার ভয়াবহ বেহাল অবস্থা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এই সড়ক এখন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে।
পথচারী মাসুদ মিয়া জানান, প্রতিদিন যাতায়াতের সময় দুর্ঘটনার ঝুঁকি নিতে হচ্ছে। এক অটোরিকশা চালক বলেন, এ সড়কে যানবাহন চালানো এখন দুঃসহ হয়ে পড়েছে। প্রতিনিয়ত গাড়ি বিকল হওয়া ও দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।
ঢাকা থেকে গ্রামে বেড়াতে আসা পথচারী মোছাঃ মাজেদা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা ঢাকা থেকে এসেছি গ্রামের বাড়িতে বেড়াতে। কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেক দুর্ঘটনা ঘটতে পারে। আমি অনুরোধ করব যত দ্রুত সম্ভব এ রাস্তার সংস্কার কাজ শেষ করার জন্য।”
এলাকাবাসীও দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বলেন, এভাবে চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়।
মিঠাপুকুর উপজেলার ইউএনও’র কাছে এলাকাবাসী দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছেন, যেন এই জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।