September 11, 2025, 8:34 am
Headline :
নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের বৈঠক আজ, জেন-জি প্রস্তাব করল সুশীলা কারকির নাম কাতারের পর এবার ইয়েমেনে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩৫ বাংলাদেশ–শ্রীলঙ্কার পর নেপাল: প্রতিবেশীর অস্থিরতায় উদ্বিগ্ন দিল্লি হেলিকপ্টারের দড়ি আঁকড়ে পালালেন নেপালের মন্ত্রীরা আন্দোলন হাইজ্যাক হয়েছে, দাবি নেপালের তরুণদের নেপালে আটক বাংলাদেশিরা নিরাপদ, পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন কুড়িগ্রামে বিজিবির অভিযান: ৭ দিনে ২ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ ইসরায়েলের সঙ্গে সব ধরণের বাণিজ্য ও আকাশসীমা বন্ধ করেছে তুরস্ক গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার রাজশাহীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধারনিজস্ব প্রতিবেদক

মিঠাপুকুরে দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে জালালগঞ্জ-মিঠাপুকুর সড়ক

মিঠাপুকুরে দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে জালালগঞ্জ-মিঠাপুকুর সড়ক

মো. জোনাব আলী, রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলার জালালগঞ্জ-মিঠাপুকুর সড়কের ভাটারপার নামক স্থানে রাস্তার ভয়াবহ বেহাল অবস্থা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এই সড়ক এখন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে।

পথচারী মাসুদ মিয়া জানান, প্রতিদিন যাতায়াতের সময় দুর্ঘটনার ঝুঁকি নিতে হচ্ছে। এক অটোরিকশা চালক বলেন, এ সড়কে যানবাহন চালানো এখন দুঃসহ হয়ে পড়েছে। প্রতিনিয়ত গাড়ি বিকল হওয়া ও দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।

ঢাকা থেকে গ্রামে বেড়াতে আসা পথচারী মোছাঃ মাজেদা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা ঢাকা থেকে এসেছি গ্রামের বাড়িতে বেড়াতে। কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেক দুর্ঘটনা ঘটতে পারে। আমি অনুরোধ করব যত দ্রুত সম্ভব এ রাস্তার সংস্কার কাজ শেষ করার জন্য।”

এলাকাবাসীও দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বলেন, এভাবে চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়।

মিঠাপুকুর উপজেলার ইউএনও’র কাছে এলাকাবাসী দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছেন, যেন এই জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page