লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজার ও আশপাশের এলাকায় জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চলে।
অভিযানে কাকিনা বাজারস্থ টিপু সুলতান গুল ফ্যাক্টরি ও কাকিনা রেলস্টেশনের পাশে মেসার্স খান ট্রেডার্স-এ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী যথাক্রমে ২০,০০০ ও ৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে জনবসতিপূর্ণ এলাকা থেকে কারখানা সরিয়ে নেওয়ার শর্তে মুচলেকা গ্রহণ করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, লোকালয়ে তামাক ক্রাশ করায় কাকিনা এলাকার বহু মানুষ শ্বাসকষ্ট, ক্যান্সার, চর্মরোগসহ জীবনহানিকর রোগে আক্রান্ত হচ্ছেন।
এছাড়া, কাকিনা কবি বাড়ি সংলগ্ন মেসার্স সালমান বেকারি ফ্যাক্টরি-তে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৪০,০০০ টাকা জরিমানা করা হয় এবং পরিবেশ উন্নয়নের জন্য প্রতিষ্ঠানটির কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।