মো. জোনাব আলী, রংপুর:
রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে সুজন (৪০) নামে এক হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনাটি বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা মেট্রো – ট – ১২–৪৪৮২ নম্বরের ট্রাকটি রংপুরগামী লেনে চলছিল। এ সময়, ঢাকা মেট্রো – ব – ১৪–৯৯৭২ নম্বরের পিংকি বাচ্চু পরিবহনের বাসটি দ্রুতগতিতে ট্রাকটিকে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকের চাকা বিচ্ছিন্ন হয়ে সার্ভিস লেনে পড়ে যায়।
নিহত সুজন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মধ্য সাদুল্যা ফকিরপাড়া এলাকার বাসিন্দা। তিনি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে।