কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়ায় কচুরিপানা দিয়ে সেতুর মুখ বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হতে না পেরে ৩ টি দোলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চাষীরা সময় মত আমন চারা রোপণ করতে না পেরে বিপাকে পড়েছে।
এ খবর টি পত্রিকা ও কাউনিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানার পর সরেজমিনে পরিদর্শন করেন বিএডিসি রংপুর (নির্মাণ)রিজিয়ন হুসাইন মোহাম্মদ আলতাফ। এসময় সাথে ছিলেন বিএডিসি রংপুর এর সহকারী প্রকৌশলী মোঃ মাসউদুল করিম,উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা।
পরিদর্শন কালে তারা বলেন কচুরিপানা অতিদ্রুত অপসারনের ব্যবস্থা করা হবে এবং তালুকশাহবাজ আটানী দোলা দিয়ে মানাস পর্যন্ত পূর্বের ক্যানেলটি প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত খনন করা হবে।
উল্লেখ যে রাজেন্দ্র বাজার এলাকা থেকে শুরু করে মধ্যে সাপ খাওয়া দোলা, মধ্যে নিজপাড়া গ্রামের বৃষ্টির পানি বের হয়ে যায় গাজীরহাট জোরা দীঘির পুল, তালুকসাহাজ আটানী পুলের ভিতর দিয়ে।
এ তিনটি সেতুর মুখে কচুরিপানা আটকে পানি নিষ্কাশন বন্ধ হয়ে পড়েছে। ফলে নিজপাড়া দোলা, সাপ খাওয়ার দোলা ও আটানীর দোলা, গিরাই সহ তিন দোলায় ৫০০ একর জমিতে আমন ধানের চারা রোপণ করতে পারছেনা কৃষকরা । ফলে এসব জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা করছেন চাষীরা।
এছাড়াও এ তিনটি দোলায় আইল বেঁধে মাছ চাষ,মাল্লি বেঁধে খড়া জাল বসিয়ে মাছ শিকার, জমির আইলে ডারকি বসানো,রিং জাল বসিয়ে মাছ নিধনের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে পরায় দোলার মধ্যে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়।