নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের সোনাপুর গ্রামের কৃষ্ণচুড়া মোড় এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৫ – সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যদের পরিচালিত বিশেষ অভিযানে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে র্যাবের উর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে র্যাবের গোয়েন্দা দলের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মো. শাহেদ আলী (৪৫), পিতা: মৃত কছিমউদ্দিন শেখ। স্থায়ী ঠিকানা: চরপোষাবাড়ি, থানা—তারাশ, জেলা—সিরাজগঞ্জ। বর্তমান ঠিকানা: সোনাপুর, থানা—সিংড়া, জেলা—নাটোর।
র্যাব সূত্রে জানা যায়, আটককৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নাটোর জেলার বিভিন্ন এলাকায় মাদক খুচরা ও পাইকারী বিভিন্ন মাদকব্যবসায়ীদের কাছে ও মাদকসেবীদের কাছে ক্রয়বিক্রয় করে আসতেছিল।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে নাটোর জেলার সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানিয়েছে, দেশকে মাদকমুক্ত রাখা ও যুবসমাজকে রক্ষায় তাদের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।