কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ
প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এ প্রতিপাদ্য নিয়ে কাউনিয়ায় মঙ্গলবার সকালে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা কনফারেন্স হলরুমে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সামসুজ্জামান আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা কৃষি অফিসার মোছাঃ তানিয়া আকতার,উপজেলা প্রাণী সম্পদ অফিসার আল মামুন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল হক প্রমুখ। অনুষ্ঠানে যুব ঋনের চেক, সনদপত্র, ক্রেষ্ট ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।