পঞ্চগড় প্রতিনিধি
জধানী ঢাকার গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রদক্ষিণ শেষে উপজেলার ঐতিহাসিক তেতুলতলায় সড়কে ঘন্টাব্যাপি তেঁতুলিয়া প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন তেঁতুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলী, মাহমুদুল ইসলাম মামুন, মোবারক হোসাইন, মোস্তাক আহম্মেদ, খাদেমুল ইসলাম, আল আমিন, তরিকুল ইসলাম, জুয়েল, তহিদুল ইসলাম ও জয়নাল আবেদীন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এসকে দোয়েল, হাফিজুর রহমান হাবিব, আহসান হাবীব, জুলহাস উদ্দিন, রবিউল ইসলাম রতন, মিজানুর রহমান মিন্টুহর স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার সচেতন নাগরিকমহল।
সমাবেশে বক্তারা বলেন, অনিয়ম ও মারধরের ঘটনার ভিডিও করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। যা দেশের সকল সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে নিরাপত্তাহীনতা তৈরি করেছে। এটা সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ। আজ শুধু গাজীপুরেই নয় গোটা দেশের সাংবাদিকরা নিরাপত্তাহীন। আজ সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রধান শত্রু হিসেবে টার্গেট হয়ে দাঁড়িয়েছে এখন সাংবাদিকরা। সাংবাদিকদের হত্যা করা হচ্ছে, কিন্তু উপযুক্ত বিচার হচ্ছে না।
বক্তারা আরও বলেন, এখন পর্যন্ত সাংবাদিক-সাগর রুনির বিচার হয়নি। তাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকান্ডে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা জড়িত রয়েছে তাদেরকে দ্রæততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে অন্তবর্তীকালিন সরকারের প্রতি জোরদার দাবি জানাচ্ছি