কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
তিস্তা ডিগ্রী কলেজের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও মতবিনিময় সভা কলেজ হলরুমে রবিবার কলেজ পরিচালন কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
প্রধান অতিথি বলেন, গাছ আমাদের একমাত্র বন্ধু। পরিবেশ রক্ষা আমাদের গাছ রোপন করতে হবে। শুধু গাছ রোপন করলেই হবে না, গাছটিকে নিজের সন্তাদের মতো পরিচর্যা করতে হবে। বাল্য বিয়ে, যৌতুক, মাদককে না বলি। সুশিক্ষার কোন বিকল্প নাই। সুশিক্ষিত যুব সমাজই পারে দেশকে বদলে দিতে। তাই যুব সমাজকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। আমি আগামীতে যদি নির্বাচিত হই তবে শুধু তিস্তা নয় সমগ্র লালমনিরহাটের চেহারা বদলে যাবে। আমি ভ্যানে চরে এলাকার প্রতিটি মহল্লা, গ্রামে গিয়ে তাদের সমস্যার কথা শুনছি, তাদের চাহিদা অগ্রাধিকার দিয়ে সমাধান করা হবে। শিক্ষার্থীদের বলেন অহংকার করা যাবে না। বেশী অহংকার করতে গিয়ে শেখ হাসিনা দেশ ছেরে পালিয়েছে। কলেজের সমস্যা গুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ আলহাজ¦ গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সকলসদস্য, শিক্ষক মন্ডলী, রাজতৈনিক নেতাকর্মী ও সুধী সমাজ। আলোচনা শেষে প্রধান অতিথি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রতিটি শিক্ষার্থীর মাছে ৫টি করে গাছের চারা বিতরণ করেন। এরপর তিনি কলেজে ক্যাম্পাসে একটি তালের চারা রোপন করেন।