উলিপুর সংবাদদাতা
কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ করেছে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অরণ্য’ উলিপুর উপজেলা কমিটি।
সোমবার (০৪ আগস্ট) বিকেল ৪টায় হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে “একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই”—এই স্লোগানে গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরণ্য সংগঠনের উপদেষ্টা মোঃ নুর আমিন। তিনি শিক্ষার্থীদের হাতে আম, ও পেয়ারাসহ বিভিন্ন জাতের ফলজ গাছের চারা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যাপক হাফেজ রুহুল আমিন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অরণ্য সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিত থেকে গাছ লাগানোর গুরুত্ব ও পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা নিয়ে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি করে গাছ লাগানো দরকার। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা গড়ে তুলতেই এ আয়োজন।
অনুষ্ঠান শেষে সবাইকে গাছ লাগিয়ে যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়।