October 27, 2025, 3:05 pm
Headline :
তথ্য অধিদপ্তরের ৪৫টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম বাতিল চার মাসে মোংলায় নোঙর করেছে ২৫৫ বিদেশি জাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক হামলা শুধুমাত্র কিছু আসনের জন্য এনসিপি জোট করবে না: সারজিস আলম প্রাথমিকের পাঁচ ক্যাটাগরিতে ১৬৪ পদে নিয়োগের ফল প্রকাশ বিএনপি তিন বছর আগে থেকেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছে: মঈন খান নির্বাচনের প্রস্তুতি ৯০-৯৫ শতাংশে: ইসি সচিব যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগ বন্ধ, কম শিক্ষার্থী ভর্তির কারণে জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিজয়নগরে মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪

বিজয়নগরে মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪ নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আসা অপর আহত হচ্ছেন পথচারী আল আমীন মিয়া (২৫)। তিনি ওই এলাকার ইব্রাহিমপুর গ্রামের নূরুল আমীনের ছেলে। এ ঘটনায় আরও দুই পথচারী শ্রমিক আহত হয়েছেন। তারা হলেন- কালীসীমা গ্রামের আহাদ মিয়া (১৬) ও সাতগাঁও গ্রামের সবুজ মিয়া (১৫)। তারা সবাই পাশের সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শেষে বাড়ি ফেরার সময় আহত হন। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। একজনের পরিচয় জানা গেছে। বাকি তিনজনের পরিচয় এখনো জানা যায়নি। একজনের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। বাকি তিনজনের লাশ হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আসা অপর আহত হচ্ছেন পথচারী আল আমীন মিয়া (২৫)। তিনি ওই এলাকার ইব্রাহিমপুর গ্রামের নূরুল আমীনের ছেলে।

এ ঘটনায় আরও দুই পথচারী শ্রমিক আহত হয়েছেন। তারা হলেন- কালীসীমা গ্রামের আহাদ মিয়া (১৬) ও সাতগাঁও গ্রামের সবুজ মিয়া (১৫)। তারা সবাই পাশের সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শেষে বাড়ি ফেরার সময় আহত হন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। একজনের পরিচয় জানা গেছে। বাকি তিনজনের পরিচয় এখনো জানা যায়নি। একজনের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। বাকি তিনজনের লাশ হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page