August 3, 2025, 11:49 pm
Headline :
টাঙ্গাইলে চোখের সামনে মাকে হত্যা, ঘরের চৌকাঠে বসে কাঁদছে ছেলে সাভারে এপিসি থেকে ফেলে হত্যা, পুলিশের সাবেক এএসআই গ্রেপ্তার বাংলাবান্ধা দিয়ে নেপালে রফতানি হলো ২৩১ মেট্রিক টন বাংলাদেশী আলু সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্তআসামী পাপ্পু গ্রেফতার সিদ্ধিরগঞ্জে চিহ্নিত ছিনতাইকারীদেরছুরিকাঘাতে ব্যবসায়ী আহত সিদ্ধিরগঞ্জে বাবুলকে অপহরণ করে হত্যা চেষ্টার ঘটনায় ভুক্তভোগী পরিবারের মানববন্ধন বিজয়নগরে মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪ অবৈধ স্থাপনা ও ফুটপাত দুপুরে উচ্ছেদ, সন্ধ্যায় দখল লালমনিরহাটে রাস্তা বন্ধ করে পরিবারকে হুমকি, থানায় অভিযোগ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্তআসামী পাপ্পু গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পাপ্পু গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পাপ্পু গ্রেফতার

স্টাফ রিপোর্টার

সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী শাহ আলম ওরফে পাপ্পু (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২ আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম সঙ্গীয় ফোর্সসহ মিজমিজি বাতানপাড়া বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাহ আলম ওরফে পাপ্পু মিজমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, সৌদি প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের দেখাশোনা করতেন সিরাজুল ইসলাম। এ সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী পাপ্পু ও শুক্কুর তার কাছে নিয়মিত চাঁদা দাবি করতেন। ২০১৫ সালের ২৩ জুলাই ফের চাঁদা চাইতে এসে বাগবিতণ্ডার একপর্যায়ে তারা লাঠি দিয়ে সিরাজুলকে পিটিয়ে গুরুতর আহত করেন।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। উক্ত ঘটনায় নিহতের ছেলে মো. জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। যার মামলা নং-৩২(০৭)১৫।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত পাপ্পু ও শুক্কুরকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page