January 10, 2026, 1:30 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্তআসামী পাপ্পু গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পাপ্পু গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পাপ্পু গ্রেফতার

স্টাফ রিপোর্টার

সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী শাহ আলম ওরফে পাপ্পু (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২ আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম সঙ্গীয় ফোর্সসহ মিজমিজি বাতানপাড়া বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাহ আলম ওরফে পাপ্পু মিজমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, সৌদি প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের দেখাশোনা করতেন সিরাজুল ইসলাম। এ সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী পাপ্পু ও শুক্কুর তার কাছে নিয়মিত চাঁদা দাবি করতেন। ২০১৫ সালের ২৩ জুলাই ফের চাঁদা চাইতে এসে বাগবিতণ্ডার একপর্যায়ে তারা লাঠি দিয়ে সিরাজুলকে পিটিয়ে গুরুতর আহত করেন।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। উক্ত ঘটনায় নিহতের ছেলে মো. জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। যার মামলা নং-৩২(০৭)১৫।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত পাপ্পু ও শুক্কুরকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *