August 3, 2025, 10:10 pm
Headline :
টাঙ্গাইলে চোখের সামনে মাকে হত্যা, ঘরের চৌকাঠে বসে কাঁদছে ছেলে সাভারে এপিসি থেকে ফেলে হত্যা, পুলিশের সাবেক এএসআই গ্রেপ্তার বাংলাবান্ধা দিয়ে নেপালে রফতানি হলো ২৩১ মেট্রিক টন বাংলাদেশী আলু সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্তআসামী পাপ্পু গ্রেফতার সিদ্ধিরগঞ্জে চিহ্নিত ছিনতাইকারীদেরছুরিকাঘাতে ব্যবসায়ী আহত সিদ্ধিরগঞ্জে বাবুলকে অপহরণ করে হত্যা চেষ্টার ঘটনায় ভুক্তভোগী পরিবারের মানববন্ধন বিজয়নগরে মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪ অবৈধ স্থাপনা ও ফুটপাত দুপুরে উচ্ছেদ, সন্ধ্যায় দখল লালমনিরহাটে রাস্তা বন্ধ করে পরিবারকে হুমকি, থানায় অভিযোগ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫

লালমনিরহাটে রাস্তা বন্ধ করে পরিবারকে হুমকি, থানায় অভিযোগ

লালমনিরহাটে রাস্তা বন্ধ করে পরিবারকে হুমকি, থানায় অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি,
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা (কাচারীরপাড়) এলাকায় দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে একদল দাঙ্গাবাজ ও দখলবাজের বিরুদ্ধে রাস্তা বন্ধ করে হুমকি ও হামলার আশঙ্কায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ আনারুল হক (৪৮) নামে এক ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, গোকুন্ডা এলাকার আনারুল হকের পারিবারিক চলাচলের একমাত্র ৫০ বছরের পুরনো কাঁচা রাস্তাটি গত ৩০ জুলাই দুপুরে স্থানীয় আজিজার রহমান, আকবর আলী, বাবুল, ছাদেকুল, খালেকুল, জাহাঙ্গীর, লাভলু মিয়া, আলামিন, মোহন, আঞ্জু বেগম ও মঞ্জু সহ প্রায় একাধিক ব্যক্তি খনন করে বাঁশের খুঁটি দিয়ে বন্ধ করে দেয়।

এ সময় ভুক্তভোগীরা রাস্তাটি কেন বন্ধ করা হলো জানতে চাইলে অভিযুক্তরা গালিগালাজ শুরু করে এবং হুমকি দেয় যে, তারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে না। প্রতিবাদ করলে তাদের মারধর, হাত-পা ভেঙে দেওয়া এমনকি জানে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, বর্তমানে অভিযুক্তরা ধারালো অস্ত্র, রড ও লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলের আশেপাশে অবস্থান করছে। এতে ভুক্তভোগী পরিবারসহ আশেপাশের প্রায় পাঁচটি পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

ঘটনার স্বাক্ষী হিসেবে স্থানীয় আবুল কাশেম, মন্টু মিয়া, আঙ্গুর আলীসহ অনেকেই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আনারুল হক অভিযোগপত্রে উল্লেখ করেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও কোনো লাভ হয়নি, বরং পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে লালমনিরহাট থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page