August 3, 2025, 11:39 pm
Headline :
টাঙ্গাইলে চোখের সামনে মাকে হত্যা, ঘরের চৌকাঠে বসে কাঁদছে ছেলে সাভারে এপিসি থেকে ফেলে হত্যা, পুলিশের সাবেক এএসআই গ্রেপ্তার বাংলাবান্ধা দিয়ে নেপালে রফতানি হলো ২৩১ মেট্রিক টন বাংলাদেশী আলু সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্তআসামী পাপ্পু গ্রেফতার সিদ্ধিরগঞ্জে চিহ্নিত ছিনতাইকারীদেরছুরিকাঘাতে ব্যবসায়ী আহত সিদ্ধিরগঞ্জে বাবুলকে অপহরণ করে হত্যা চেষ্টার ঘটনায় ভুক্তভোগী পরিবারের মানববন্ধন বিজয়নগরে মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪ অবৈধ স্থাপনা ও ফুটপাত দুপুরে উচ্ছেদ, সন্ধ্যায় দখল লালমনিরহাটে রাস্তা বন্ধ করে পরিবারকে হুমকি, থানায় অভিযোগ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫

অবৈধ স্থাপনা ও ফুটপাত দুপুরে উচ্ছেদ, সন্ধ্যায় দখল

অবৈধ স্থাপনা ও ফুটপাত দুপুরে উচ্ছেদ, সন্ধ্যায় দখল
ছবি ভিডিও থেকে নেওয়া হয়েছে

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখল আর উচ্ছেদ নিয়ে চলছে ভানুমতির খেইল। এ খেলা চলছে হরদম। এ খেলার শেষ কবে হবে জানতে চায় স্থানীয় জনগন।

ফুটপাত দখলের কারনে প্রতিনিয়তই রূপগঞ্জে ঘটছে দুর্ঘটনা। অকালেই প্রাণ হারাচ্ছে মানুষ। এ নিয়ে বিভিন্ন সময়ে জাতীয় দৈনিকে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলেও কিছুতেই কিছু হচ্ছে না।

দখলদারদের খুঁটির জোর কোথায়, স্থানীয় প্রশাসনকেও তারা তোয়ক্কা করছে না। সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও আবার অদৃশ্য শক্তি বলয়ের মাধ্যমে বিকেলে বা সন্ধ্যায় বা রাতে তা ফের দখল করে নিচ্ছে দখলদাররা।

রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়ায় ফুটপাত দুপুরে উচ্ছেদের পর সন্ধ্যায়ই দখল হয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, দখল হলে ফের উচ্ছেদ করা হবে। জনগন বলছে, উচ্ছেদ আর দখল এ খেলা চলবে কতকাল?

৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নের্তৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকার সড়কের দুপাশের ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেন। উচ্ছেদের ২ ঘণ্টা পর সন্ধ্যায় আবার ফুটপাত দখল হয়ে যায়।

ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘ভুলতা-গাউছিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি করছিল। এর আগে আমাদের পক্ষ থেকে সতর্কতামূলকভাবে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে মাইকিং করা হয়েছিল। ওই দিন ফুটপাতে অবৈধভাবে দখলে থাকা সব স্থাপনা বোল্ডরেজার দিয়ে গুড়িয়ে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছিলাম। পূর্বের সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এবং গাউছিয়া এলাকার অবৈধ ফুটপাত ও স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে ফুটপাতের কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, প্রভাবশালীদের তদবিরে ফুটপাতে নিয়মিত চাঁদা তোলা হয়। এর ভাগ যায় বিভিন্ন মহলে। মাঝেমধ্যে লোক দেখানো উচ্ছেদ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় বলেন, ‘ফুটপাতে উচ্ছেদ অভিযান অব্যাহতভাবে চলবে।’ ১ আগস্ট থেকে এক মাস পর্যন্ত এখানে একজন ম্যাজিস্ট্রেট ও পঞ্চাশ জনের টিম কাজ করবে। এখন থেকে আর কাউকে মহাসড়ক দখল করে ফুটপাত ও স্থাপনা করার6 সুযোগ দেওয়া হবে না। দুঃখের বিষয় ১ লা আগষ্ট সকালে কোনো ম্যাজিস্ট্রেট বা ভলান্টিয়ার কাউকেই রাস্তায় দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page