আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৭। এরপর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে মাত্র ১২৬ কিলোমিটার দূরে এবং ১৮ কিলোমিটার গভীরে।
প্রাথমিকভাবে এর মাত্রা ৮ দশমিক ৭ বলা হলেও পরে তা সংশোধন করে ৮ দশমিক ৮ ঘোষণা করা হয়।
রাশিয়ার আঞ্চলিক জরুরি মন্ত্রী সের্গেই লেবেদেভ জানিয়েছেন, ভূমিকম্পের ফলে সমুদ্রে ৩ থেকে ৪ মিটার উঁচু সুনামি ঢেউ তৈরি হয়েছে। রাশিয়ার কিছু এলাকায় ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছে তাস নিউজ এজেন্সি।
ভূমিকম্পের পর জাপানের হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, আলাস্কা, হাওয়াই ও গুয়ামেও সতর্কতা জারি হয়েছে। জাপান ও হাওয়াইয়ের উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে।
হাওয়াইয়ের রাজধানী হানুলুলুর জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক সতর্কবার্তায় বলেছে—‘ধ্বংসাত্মক সুনামির ঢেউ প্রত্যাশিত, পদক্ষেপ নিন!’
আবহাওয়াবিদদের মতে, এই সুনামির ঢেউ ৩ থেকে ৪ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। উপকূলীয় এলাকায় মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।