July 30, 2025, 7:44 am
Headline :

জুলাই জাগরণে কুড়িগ্রামে পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন

জুলাই জাগরণে কুড়িগ্রামে পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জুলাইয়ের চেতনাকে জাগ্রত করে তুলতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে সকল পেশা শ্রেণির মানুষের উপস্থিতিতে বিভিন্ন সড়ক, বসার স্থান ও স্থাপনা পরিস্কার কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার ২৯ দুপুরে জেলা পরিষদ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কোদাল, বেলচা বালতি ও ঝাড়ু হাতে পরিস্কার পরিছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ ফিজারুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য ও জেলা ক্রিড়া সংস্থার ক্রীড়া সংগঠক মোঃ আজিজুল হকসহ অনান্যরা।

জেলা বিএনপি’র সদস্য ও জেলা ক্রিড়া সংস্থার ক্রীড়া সংগঠক মোঃ আজিজুল হক বলেন,পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা উদ্যোগ নিয়েছি যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়।

পরিচ্ছন্ন শহর গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এই কর্মসূচির মাধ্যমে শুধু শহর পরিস্কার নয়, বরং পরিবেশ সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দিতে চাই।

জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ ফিজারুল ইসলাম বলেন, আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে এই কর্মসূচী। এতে শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক, স্থাপনা, স্থান পরিস্কার পরিচ্ছন্ন করা হবে।

পাশাপাশি পলিথিনের ব্যবহার বন্ধে সকলকে আহ্বান জানানো হবে। পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page