“প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন স্কুলগুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে কেন্দুয়ায় অনুষ্ঠিত হলো মানববন্ধন। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।”
“আজ ২৭ জুলাই ২০২৫, নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়, প্রাথমিক শিক্ষা উপদেষ্টার কাছে জবাব চেয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলগুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।”
“দীর্ঘদিন ধরেই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা এর একটা স্থায়ী সমাধান চাই।” — বলেন এক শিক্ষক নেতা।
“মানববন্ধন শেষে, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়, যাতে সরকারিভাবে বিষয়টি বিবেচনায় নেয়ার আহ্বান জানানো হয়।”
“প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সমতা ও অন্তর্ভুক্তির দাবিতে এই মানববন্ধন নজর কাড়ে এলাকাবাসীর। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন শিক্ষক-অভিভাবকরা।”