July 27, 2025, 1:41 am
Headline :

কুড়িগ্রামে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

কুড়িগ্রামে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে স্বপ্ন শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরে স্বপ্ন কুঁড়ি হল রুমে নাটিকা প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, জেলা পুলিশ সুপার মাহফুজার রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মুহাঃ হুমায়ূন কবির, ডিপুটি সিভিল সার্জন আ ন ম গোলাম মোহাইমেন,অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, বৈছা আন্দোলনের আহবায়ক মোঃ নাহিদ ইসলাম, ফজলুল করিম ফারাজী, মাসুদ রানাসহ অনান্যরা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলার প্রায় ৩ শতাধিক নারীপুরষ ও সুধীজন অংশ নেন। জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন,উন্নত রাষ্ট্র গঠন করতে হলে দারিদ্রের উন্নয়নের কাজের জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। সকল নাগরিকের দিক চেষ্টা করতে হবে চরাঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

শুধু সমতল নিয়ে চিন্তা করলে চলবে না চরের মানুষের জীবন মান উন্নয়ন কাজ করার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page