স্পোর্টস ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ক্রিকেটে চলমান অচলাবস্থা সত্ত্বেও দেশের খেলোয়াড়দের ওপর প্রভাব পড়তে না দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) উদ্যোগ নিয়েছে। গত সেপ্টেম্বর মাসে আইসিসি যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। বোর্ডের সদস্যপদ সংক্রান্ত নীতিমালা লঙ্ঘনের কারণে এই শাস্তি দেওয়া হয়। এর পর যুক্তরাষ্ট্র বোর্ড দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করে।
এই পরিস্থিতিতে জাতীয় দলের খেলোয়াড়দের আর্থিক সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সাপোর্ট আইসিসি সরাসরি দিচ্ছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, “যুক্তরাষ্ট্রের হাই পারফরম্যান্স প্রোগ্রামের সব কার্যক্রম চলাকালে প্রয়োজনে আমরা অর্থায়ন করতে প্রস্তুত। এর মধ্যে জাতীয় দলের নির্বাচিত ও চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন পরিশোধও অন্তর্ভুক্ত।”
আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দল জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেবে। ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও তারা অংশগ্রহণ করবে। আইসিসি নিশ্চিত করতে চাইছে, দেশটির প্রশাসনিক সংকট এই প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়াবে না।
আইসিসি জানিয়েছে, দেউলিয়া ঘোষণার পর তারা খেলোয়াড় ও হাই পারফরম্যান্স স্টাফদের বেতন পরিশোধে যুক্তরাষ্ট্র ক্রিকেটকে ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে বোর্ড সেই প্রস্তাব গ্রহণ করেনি। এর পর আইসিসি সরাসরি খেলোয়াড়দের অর্থ প্রদান এবং প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করার চেষ্টা করছে।
আইসিসির এক মুখপাত্র বলেছেন, “বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের প্রতি আমাদের দায়িত্ব সর্বোচ্চ। আমরা নিশ্চিত করব লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক বা আইসিসি ইভেন্টে তাদের অংশগ্রহণে কোনো বাধা থাকবে না।”
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে প্রশাসনিক সংকট চলছে। আইসিসি নরমালাইজেশন কমিটি এই সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাবে। একই সঙ্গে দেশটির মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ও ঘরোয়া টুর্নামেন্টগুলোর অনুমোদন ও তদারকির দায়িত্বও আইসিসির হাতে থাকবে।