আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড় হিসেবে পরিচিত দানি আলভেস একসময় সর্বাধিক ট্রফি জয়ের রেকর্ড গড়েছিলেন। ৪৩টি শিরোপা জেতা এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বর্ণাঢ্য ক্যারিয়ার হঠাৎ করেই থমকে যায় ২০২৩ সালে। যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলে যেতে হয় তাকে, যা এক মুহূর্তে তার ফুটবলজীবনকে অনিশ্চয়তায় ঠেলে দেয়।
এক বছরের বেশি সময় পর জামিনে মুক্ত হয়ে সম্প্রতি ওই মামলায় খালাস পান আলভেস। মাঠের বাইরে নানা বিতর্ক পেছনে ফেলে ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই ফের খেলায় ফেরার পথ খুঁজছেন তিনি। তবে কোনো ক্লাব আগ্রহ না দেখানোয় ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন—নিজেই একটি ক্লাব কিনে মাঠে নামছেন।
২০২২ সালের ডিসেম্বরে একটি পার্টিতে এক নারীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে আলভেসের বিরুদ্ধে। জামিনে মুক্তির পর ফের পেশাদার ফুটবলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও কোনো দল তাকে চুক্তিবদ্ধ করতে রাজি হয়নি। এমন পরিস্থিতিতে ৪২ বছর বয়সী এই তারকা ক্লাব মালিক হয়েই খেলায় ফেরার পরিকল্পনা করেছেন।
পর্তুগালের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, পর্তুগালের তৃতীয় ডিভিশনের ক্লাব সাও হোয়াও দে ভের–এর মালিকানা নেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছেন আলভেস। প্রাথমিকভাবে তিনি ক্লাবটির ৫০ শতাংশ মালিকানা নিচ্ছেন। একই সঙ্গে ছয় মাসের জন্য খেলোয়াড় হিসেবেও চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে তার।
ছয় মাস পর অবসর নেওয়ার পরিকল্পনার পাশাপাশি ক্লাবটির বাকি ৫০ শতাংশ মালিকানাও কিনে নেওয়ার ইচ্ছা রয়েছে আলভেসের। উল্লেখ্য, এই দলে বর্তমানে তিনজন ব্রাজিলিয়ান ফুটবলার খেলছেন, যাদের মধ্যে সাবেক পালমেইরাস উইঙ্গার ওয়াশিংটন অন্যতম।
দানি আলভেস সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের জানুয়ারিতে, মেক্সিকোর লিগা এমএক্সে পুমাসের হয়ে। গ্রেপ্তারের পরই তার সঙ্গে চুক্তি বাতিল করে ক্লাবটি।