ক্রীড়া প্রতিবেদক :
ক্রিকেট ইতিহাসের অন্যতম গতিময় বোলার শোয়েব আখতার। পাকিস্তানের এই সাবেক তারকা পেসার প্রায় এক যুগ আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও তার ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতির বলের বিশ্বরেকর্ড এখনও অক্ষুণ্ণ। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে সেই রেকর্ড ভাঙতে পারেন তাসকিন আহমেদ—এমন প্রত্যাশার কথা জানান শোয়েব।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিতে গেল সপ্তাহে ঢাকায় আসেন শোয়েব আখতার। এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, তাসকিনের মধ্যেই তার রেকর্ড ভাঙার সামর্থ্য দেখছেন।
শোয়েবের এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাসকিন আহমেদ। আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ শেষে শারজা ওয়ারিয়র্সের এই পেসার বলেন, শোয়েব আখতারের মতো কিংবদন্তির কাছ থেকে এমন কথা শোনা সত্যিই অনুপ্রেরণার। তবে তার রেকর্ড ভাঙা যে সহজ নয়, সেটিও স্পষ্ট করেন তাসকিন। তার ভাষায়, ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করা অত্যন্ত কঠিন কাজ।
শুধু রেকর্ড নয়, শোয়েব আখতারের অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন তাসকিন। তিনি বলেন, ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে শোয়েবের আসা বাংলাদেশের ফাস্ট বোলারদের জন্য বড় সুযোগ। তার কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে, যা দেশের পেস আক্রমণকে আরও সমৃদ্ধ করবে।
এদিকে আইএল টি-টোয়েন্টিতে তাসকিনের সঙ্গে খেলছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও। এই টুর্নামেন্টে ভবিষ্যতে আরও বাংলাদেশি ক্রিকেটার দেখতে চান তাসকিন। তার মতে, কঠিন কন্ডিশনে খেলা বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ হলেও এখান থেকেই শেখার সুযোগ তৈরি হয়, যা ভবিষ্যতে নিজেদের আরও ভালো করে গড়ে তুলতে সহায়ক হবে।